কুহকিনী বিষয়ক উচ্চারণগুলো
বিপ্লব সরকার
বিপ্লব সরকার
বিকেল ফুরোতেই কুহকের ঘোর লেগে যেতে দেখি
কাশিয়াবনে
উৎসের দিকে মুখ করে অনন্ত যাত্রা
কাশিয়াবনে
উৎসের দিকে মুখ করে অনন্ত যাত্রা
ক্রমশ গাঢ় হয় জ্বর। জ্বর হলে মনে পড়ে ভাঙা বেড়া
ঝড়ের দাপটে যার খুলে যায় গিঁট এবং
শ্রাবণমাসে দ্রবীভূত----------ঘুম
ঝড়ের দাপটে যার খুলে যায় গিঁট এবং
শ্রাবণমাসে দ্রবীভূত----------ঘুম
আজকাল তাই বিকেল নামার আগেই ফিরি ঘর
দরজার কাছে টাঙিয়ে রাখি যাবতীয় নিষিদ্ধ উচ্চারণ
আর বেড়ার উপর প্রতিটা সন্ধিচিহ্ন বরাবর লিখে রাখি
মধুচক্রী ঘ্রাণ
দরজার কাছে টাঙিয়ে রাখি যাবতীয় নিষিদ্ধ উচ্চারণ
আর বেড়ার উপর প্রতিটা সন্ধিচিহ্ন বরাবর লিখে রাখি
মধুচক্রী ঘ্রাণ
কিজানি কখন কোন সৌরতরঙ্গে মিশে ঢুকে পড়বে
ইচ্ছেধারী প্রলাপ!
No comments:
Post a Comment