Wednesday, March 28, 2018


সুসমাচার ১
দেবজ্যোতি রায় 

রূপসি বেড়ালনি থাবা চাটে পরশ্রীকাতর সমস্ত রাত আহা ইঁদুর খোসা ছাড়িয়ে ছাড়িয়ে 
অনেক বয়স হলো পাকাপোক্ত বেড়ালের পেটে 
চিত্রকল্পটি টাঙিয়ে রেখেছে কেহ স্বাস্থ্যকর বাসনায় 
আসলে আপনারা যারা 'একটা মাকড়সা সারাদিনে যতোটা জাল বোনে ততোটাই সে মৃত্যুর দিকে এগিয়ে যায়' প্রবাদটিকে জানেন তারা বুঝবেন যে এ হলো এমন একটা ব্যাধি যা রুগিটির মৃত্যুকালীন জবানবন্দিতে স্পষ্ট হয়ে ওঠে ---
তখন সত্য একটা গরিলার কোলে 
আগ্নেয়গিরির মাথায় বসে তার মুখের ব্রায়ারটিতে অগ্নিসংযোগের জন্যে সে আপনাকে জিজ্ঞাসা করতেই পারে : দেশলাই আছে ?
আর আপনি প্রাণপণ ছুটছেন যেমন মানুষ স্বপ্নের মধ্যে কিন্তু এগোয় না 
কারণ আপনিই সেই গরিলা একটা মৃতদেহ কোলে আগ্নেয়গিরির মাথায় এবং 
একটা দেশলাইয়ের জন্যে তখন হেদিয়ে মরছেন 
হয়তো-বা ।

No comments:

Post a Comment