Wednesday, March 28, 2018

সমিত ভৌমিকের কবিতা 


কে বলেছে মানুষের বিবেক গেছে উড়ে?
একবার চোখ তুলে দেখুন
আমাদের দেশ জুড়ে এখন বিবেকের সমুদ্র
সবাই লেলিন অন্তঃপ্রান।

সকালের চা এ লেলিন।
বাস ট্রামে লেলিন।
অফিস কাছাড়িতে লেলিন।
রক এর আড্ডায় লেলিন।
শোবার ঘরে লেলিন।
হাগার ঘরে লেলিন।

এ দেশের মানুষের উড়ে গেছে খাওয়া ঘুম।অফিসে অফিসে আজকম্মো সব বন্ধ প্রায়।ভিখারির বাটিতে টাকা ফেলার সময় নেই কারো। সাধারনের হাজার হাজার কোটি টাকা মেরে পালিয়ে যাওয়া লোকটাকে কেউ ভাবছে না এখন।ঘুষ দিয়ে চাকরি পাওয়া বোকা গরুর দিকে দেখছে না কেউ।শয়ে শয়ে মৃত‌্যুর মিছিলের কান্নায় কারো কান নেই আর।বেকার ছেলেমেয়ের হাহাকার নিয়ে ভাবতেই পারছে না কেউ।

সবার ভাবনায় এখন একটাই দৃশ‌্য।

লেলিন গেল ভেঙে।
সরি, লেলিনের মূর্তি দিলো ভেঙে।

সর্বনাশ!

এর চেয়ে গরীর, শোষিত, নির্যাতিত আর বেকার গুলো যদি মরতো, সামান‌্য ঘটনা ঘটতো একটা। "এসব সামান‌্য ব‌্যপার" বলে উড়িয়ে দিতাম প্রতিবারের মত।

কিন্তু তাই বলে লেলিন গেল ভেঙে!

No comments:

Post a Comment