Wednesday, March 28, 2018

শামীম রেজার কবিতা 

১. রোহিঙ্গা শিবির থেকে ফিরে

চোখে দেশ নাই ঘরে ঘর নাই মাটি পরদেশি
দেহে মন নাই মনে খুন খোঁজে খুনি প্রতিবেশি
জন্মে দেখে খুন- রাহাজানি, মৃত্যুর আগুন
দাসজাহাজের খোলে তাজা রক্তের উষ্ণতা দোলে
কুমারী নদীর দেহ ছিবড়ে খাচ্ছে বর্মি হায়েনা- শকুন
শাহপরীদ্বীপ বলতে পারো কি ঝাউসারি স্মরণিকা হয় কবে?
মংডু নাকি নাফ নদীতে রহিঙাদের মরণ উতসবে ।

২. আসলে কি আর দেখা হবে?


আততায়ী নদীতীরে
মৃত ঈশ্বরের কায়া
ভালোবাসা ফুরিয়ে যায়নি একেবারে
তাই তো দেখি জলের কিনারে ছায়া
খুঁইজা ফিরি অভিভূত কৈশোরে
তোমার আমার অলিখিত কিছু মায়া।

৩. অঙ সান সুচি তোমাকে বলছি শোনো


চোখে বিশ্বাস হচ্ছে না
মনকে বলেছি শোনো----
ওবায়েদাকে ধর্ষণ করেছে যারা
তাদের ক্ষমা নেই কোনো
ওবাযেদা রাখাইন দেশ;
সব ধর্ষিতা কিশোরীর মা -
কখনো সে সালিমা কাশ্মিরী
কখনো সাঁওতাল পরগনা
বোবাদের নগরীতে সিরীয় যুবতী
ইযাজেদি কিংবা হাবশী দাসীর জা
নৌকাতে যুদ্ধবন্দী কিশোরী
কখনো বা কল্পনা চাকমা ।
অঙ সান সুচি তোমাকে বলছি শোনো
নোবেল কাইড়া নিলেও
মানুষ হিসেবে মানুষের কাছে
এ -নৃশংসতার ক্ষমা নেই কোনো ।




No comments:

Post a Comment