Wednesday, March 28, 2018

মৌসুমী রায়ের কবিতা 

মৃত মন


মৃত নদীর চারপাশে
বালুচর আর কাশের বন
আমিও অপেক্ষায় নদীর বুক খুঁড়ে,
এক আঁচলা শীতল জলের আশায়
যদি পাই তবে জানব-
আমাদের মাঝে ভালোবাসা মরেনি
শুধু সময়ের মাটি চাপা পড়ে গেছে।

নদীর পাড়ে বসে কত সাঁঝ কেটে গেলো
রোদের তেজে ঝলসাইনি
পূর্ণীমাতে শরীরে শরীর ঘষে
জ্বলে গেছি নিভেও গেছি,
নদীর বুকে পাথর-
পাথরে কান পেতে শুনেছি
তিরতিরে জলের স্রোত বয়ে যাচ্ছেই
অপেক্ষা একটা দারুন আঘাতের
মাটি চাপা জল বাণ ডাকবেই।

No comments:

Post a Comment