Wednesday, March 28, 2018

একটি অসাংবিধানিক আদর
------------------------
সুমনা ভট্টাচার্য 

পোড়া কাঠ আর মাংসের গন্ধ বেয়ে
কিছুদূর এগোতেই দেখি,
সুতীব্র চাঁদ বুকে নিয়ে তারা সারিবদ্ধভাবে
অপেক্ষায়, আগুনের।

ধীর পায়ে সারির শেষে গিয়ে দাঁড়াতেই
কে যেন বলে উঠল,
"এসো আমরা শোক করি,
প্রত্যাখ্যান আর অপমানের।"

চাঁদের আলোর উত্তাপে ঝলসে যাওয়া ক্ষত
আর একটি অসাংবিধানিক আদর
নিয়ে, তখনও আমি দাঁড়িয়ে নির্বাক,
আগুনেরই অপেক্ষায়।

উল্লাস
------



ছোট্ট মাটির পুতুল
তাকে ঘিরে দু'জোড়া লোভাতুর চোখ
আর ক্ষুধার্ত দ'জোড়া হাত
গনগনে আঁচে সেঁকে নিচ্ছে পোড়া মাংস
অবিকল শ্বাপদের উল্লাসে হাতড়ে নিচ্ছে সুখ

নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে লজ্জিত আমরা
ফিরিয়ে নিয়েছি মুখ।

No comments:

Post a Comment