Wednesday, March 28, 2018

অনুগমন
মিতালি চক্রবর্তী 

এই তো উন্মুক্ত হয়েছি
          প্রিয় অবয়ব,
বন্য আদিমতার আহ্বানে
যদিও প্রেম নামে বিভাজিকা বেয়ে...
চুঁইয়ে পড়া স্বেদ নামে
অন্তর্গত ভালবাসার মতন
জড়িয়ে ধরেছ অমলতাস
সোনাঝুড়ি পথ দিয়ে।
দুটি হাতে নির্ভরতাকে ছুঁয়ে।এগিয়ে চলে সাবলীল
কখনও আলোয়
 উজ্জ্বল নামবিহীন
অথচ অন্ধকার ....
কখনও ঘামে ভেজা পিচ্ছিল।
আমি তো বলতে পারিনা
হাত বাঁধা অকাজের ঢেউ
তবু তো অন্ধ চোখ মেলে দেখেছি দাঁড়িয়ে আছে কেউ
না,,,,,কোন গান নেই আমার যার ওপারে দাঁড়াতে পারে সে,
আলোর মূর্তি ভালবাসার রাজা
অন্ধচোখের জলে ভেসে ভেসে,,,,
একটা তো জলজ জীবন
এভাবেই কাটল যাহোক
অপূরন অধরা মাধুরী
মিলেমিশে একাকার হোক।

No comments:

Post a Comment