Wednesday, March 28, 2018

অনুভব দের কবিতা 



যতিচিহ্ন

ট্রেনের জানলা দিয়ে দেখাটা
একটু আলাদা
বস্তুর হাইস্পিডে রিভার্স চলে যাওয়া,
এগিয়ে চলাটায় কোনোদাড়িকমা নেই
বেলা বাড়ছে,
কাঁটাঝোপের প্রজাপতি সরেগিয়ে জায়গা দিচ্ছে ঝিঁঝিপোকা দের
মরে যাওয়া মেঘ হেটে যায়সামার ডিপ্রেশনের ঝোড়োহাওয়ায়
ঘন্টার কাঁটা বারবার পাকখেলেও
রাত কে এখন আর গভীরমনে হয়না





বসন্ত

ফাগুনের কোমল হাওয়ায়
আবির উড়ে বেড়াচ্ছে
কেউ ছুঁড়ে দিচ্ছে, কেউ গায়েমাখাচ্ছে
ধরতে চাওয়া হাতের স্পর্শেবিদ্যুত খেলছে শরীরে শরীরে,
অবশ্য পুরোটাই সফটকোর
সবুজ ঘাস চাঁপা পড়ছেঅজশ্রে নাচের স্টেপিং 
বসন্ত চলে যায়, আবার আসে
লেন্সে ধরা থাকে মাটিতে পড়া
সেদিনের দুটি পলাশফুল






No comments:

Post a Comment