' কবিতা করিডোর ' উত্তরবঙ্গের প্রথম মাসিক ওয়েবজিন । এই ব্লগ নতুন সৃষ্টি নিয়ে ভাবে । কবিতা নয় সাহিত্যের নানা দিক ও চিত্রকলা থেকে চলচ্চিত্র সবেতেই এই ব্লগ নতুন ভাবনার পথিক ।
Wednesday, March 28, 2018
ঠোঁটের দূরত্ব / কচি রেজা
ধরো , অন্ধও একদিন অনুবাদ করলো চোখ
যে ঘুম নির্দেশ করলো, সার্কাসের মেয়ের অলৌকিক দড়ি বেয়ে
সে যেন শূন্যতায় পৌঁছে যাওয়া কসরত
আমি অন্ধের অধিক আজ শুনতে পাচ্ছি তিমির কান্না
অবিশ্বাস করে করে ভেঙ্গে যাচ্ছি , হে ভূমিপুত্র
বিষন্ন ঠোঁটের দূরত্ব আজ সাতহাজার মাইল।
No comments:
Post a Comment