Wednesday, March 28, 2018

টুকরো কবিতা 
                                 উমাপদ কর

১৭
কার মুখ আলতো চুমোয় ভরিয়ে এই সকাল সূ্র্য কি জানে?
   অনেক দিনের সঙ্গী, তোকে মানাচ্ছে না এই বেশে
   হেসে ওঠা মুখে পলেস্তরা কেন যে কুয়াশার ময়েশ্চারাইজে
কোথায় হারিয়ে যাস ফের উঁকি মারিস ঠোঁটে
     আমার মুখে গত রাতের আলো নিভিয়ে দিয়ে কোথায় উঠে এলি আজ

১৮
যে-সব হারিয়ে যাওয়া নিয়ে দিনটা শুরু হয়েছিল
     তাদের বিনতি করে বলি ফিরে এসো
   একে একে সবই যদি হারিয়ে যাওয়ার দলে জুটে যায়
তবে কার সঙ্গে খেলা ভেঙে যাওয়ার পরেও এক প্রস্থ খেলা বাকি রয়ে গেছে ভেবে
        মনস্তাপে ভুগব না, সন্ধে হয়ে এলেও

১৯
এক বিঘত দুপুরের ঘুম যখন আমাকে নাকাল প্রায়
       তখনই তোমার বজ্রমাখা চুলে বিদ্যুৎ খেলে যায়
    আর আমাদের দুজনের মাঝে যে লেপ তা আরও চওড়া হয়ে ওঠে
তুমি কেন শুধু শুধু জেগে থাকো জাগিয়ে রাখতে না পেরে
       একটু লেপ নাও, অনেকটা তুলোয় গুঁজে রাখো মনখারাপের ফিতেটা

২০
আবার একটা কুসুম ফুটে ওঠার সময় তোমার ব্যস্ততা
       ভালো লাগে না মাইরি, ওদের একটু একা থাকতে দাও
    আর শেখো কেমন করে ব্রীড়া মেখেও ফুটিয়ে তোলা যায়
শুধু সময়টা ঠিকঠাক দিতে হবে জায়মানতার
       তোমাকে ফুল বললে তখন আর কারো মুখেই চটুল হাসি জুটবে না


No comments:

Post a Comment