Wednesday, March 28, 2018

সৌমিত্র রায়ের কবিতা 


জানালায় আটকে আটকে  হঠাৎ কবিতা ॥
মেদিনীপুর,১৮-০৩-২০১৮,সকাল ৮টা ২২

 ~ আধখোলা জানালায় আটকে আটকে ঘরে ঢুকছে বাহির, বাইরের মুহুর্মুহু ফটোরা মাঝেমধ্যে আটকে যায় ফোন-ক্যামেরাই ~ তাই নিয়েই তো মাতামাতি...হা..হা..হা.. তোমার ভেতর শুধু মিশে যাচ্ছে চায়ের উষ্ণতায়, সেইসব তরল উষ্ণতারা ~ লিভার ৷ ফুসফুস ৷ রক্তস্রোত ৷ হৃদযন্ত্র ~ থেকে ক্রমাগত আহত ইচ্ছার ধ্বনিকে শীতল করে দিচ্ছে; উষ্ণতার সংঘর্ষে উষ্ণতারা শীতল হয়ে যাচ্ছে ক্রমশ,আসলে শীতলতা প্রকৃত উষ্ণতারই অভাব মাত্র, হৃদযন্ত্রের তেমনই বার্তায় ফোনক্যামেরার ছবিরা বদলাচ্ছে না তার অবস্থান; কয়েকটা পাখির উড়ানে আটকে আটকে যাচ্ছে আমার শুভ ইচ্ছেরা, তাদের মুক্তি ওইসব পাখিদের আনন্দচিন্তনে; সেভাবেই কবির চিন্তারা মুক্তির আনন্দে মাতে,  ফেরিওয়ালার কণ্ঠস্বরে জীবনের চাহিদাপূরণের ধ্বনি আনন্দিত করে পাড়া, জীবন, সংগ্রামের আদর্শ ছেড়ে আনন্দচেতনায় উন্নিত হয়, তার দুটো চোখের দৃষ্টি কেবল দেওয়ার আনন্দে মাতে, বিনিময়ে~ জীবন হয়ে ওঠে অনন্তযাত্রা; সাতসকালের চায়ের চুমুক থেকে আধখোলা জানালার মুহুর্মুহু ফটোরা অনর্গল ঢুকে পড়ছে সংস্কারে, চায়ের ছাকনির মতো হৃদয়ের ছাকনি আছে যে ; গাছ আর পাতাদের আনন্দনৃত্য নীরবে আউড়ে যায় ~ অন্তর্চেতনার পরিচর্যা করো ব্যক্তিত্ব সুন্দর হবে, আধখোলা মনে আটকে আটকে বাইরে বেরোচ্ছে ভেতর, সকাল হয়েছে, মনেরও জানলা খোলো প্রিয় ৷ হা... হা... হা... ৷ আধখোলা কেনো ? পুরোপুরি খোলো ৷

No comments:

Post a Comment