Wednesday, March 28, 2018


জ্যোতির্ময় মুখার্জির কবিতা 

লালচে ব‍্যভিচার

ভাঙার পর
পরস্পর দ্রাঘিমা বদলালে
শুকিয়ে যায় ইমন রাত

অযাচিত স্থানে কিছুটা ক্লোরোফিল
হাঁটতে হাঁটতে। ছপাৎ ছপাৎ
সমুদ্রে ইচ্ছা জাগলে বা
                       মশারি ফুটো হলে
আমার ঠোঁটে এঁকে দিতে পারো
খুব কম সংখ্যক লালচে ব‍্যভিচার

ধানক্ষেত বালিশ খোঁজেনি

চৌকো ফ‍্যান্টাসিতে
খিচুড়ি। শরীর। নাবিক। পরচুলা
তুমি আয়না মাপলে
            দৈর্ঘ্যে-প্রস্থে বৈঠকী ব‍্যাকারণ

মুখোশে ডুবে গেলে বিধবা রাত
দিনভোর ঠোঁটে
               ধানক্ষেত বালিশ খোঁজেনি

1 comment: