Wednesday, March 28, 2018


নামহীনা
পিয়াংকী মুখার্জী

বুকের নগ্নতা খুলে ওতে কাল রাতে পুঁতেছি  একটা রংহীন , নামগোত্রহীন পতাকা ,,,
কালির অক্ষর ছেঁটানোর জন্য সযত্নে সাজিয়েছি কপালের বিন্দি , তুলসীপাতায় যখন সন্ধ্যের আগুন জ্বলে তখন এঁটেল মাটি কামড়ে দাঁড়িয়ে থাকে দুটো নিষ্পাপ পা , স্থবির হবার আশায় !
সিংহাসনে নিশ্চিন্তে ফুলসজ্জায়  সেজেগুজে বসে নৈবিদ্যের ফল-নকুলদানা তাড়িয়ে তাড়িয়ে ভোগ করে শব্দমায়া ...
সাদা সিঁথি রঙ্গীন করার দেহজ তাড়নায় দুপুরের দুগ্রাস গিলতে হয় ,,,,
চাহিদা...
মাঝরাতের কাককে আহ্বান করতে হয় আত্মাকে পূর্ণ করে গঙ্গাস্নান পুণ্যার্জনের লোভে ,
আমের মুকুলের সৌরভ কৈশোর টপকে যৌবনে যাবার গতিপথে হারিয়ে ফেলে আঠালো বৃন্ত , 
ফিকে হয় সবুজ , 
তকমা আঁটে অনধিকার চর্চা ,,,
তবু লাল-সাদা গাদোয়াল আর মন্ত্রচ্চারোণে লেগে থাকে কিছু অশরীরী ধোঁয়া ,
ওই দূরে কোনো এক লগ্নজিতা আবারও খোলে আগল ___
যদিদং হৃদয়ং মম , তদিদং হৃদয়ং তব...

No comments:

Post a Comment