Wednesday, March 28, 2018

রাজীব রায়ের কবিতা 
অজ্ঞাতবাস

ডুবে যাওয়া রোদের অনুবাদে
বিষন্ন বসন্তের আজন্মদাগ লেগে আছে,
মরাডালের স্মৃৃতিতে কাটাঘুড়িদের গল্প

লম্বা লম্বা হাইতোলা দুপুরে
সমূহ অতৃৃপ্তির কাছে শিথিল দাঁঁড়িয়ে থাকছো,
ঈশ্বরচিহ্ন আঁঁকা পোশাকে ঢেকে রাখি
কাটাগল্প    আহতপলাশ

ছায়ার দীর্ঘতর দূরত্ব —     ভেঙ্গে যায়
আঁঁজলা জলের উচ্চারণ
প্রতি উচ্চারণের সাথে সরে যায়
                                               অজ্ঞাতবাস

No comments:

Post a Comment